AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিস বরখাস্ত 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৩৯ পিএম, ৯ এপ্রিল, ২০২১
ঘোড়াঘাটে সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিস বরখাস্ত 

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিষ্ট্রি অফিসে বালাম বই টেমপারিং করার কারনে ১ জন নকল নবিসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ঘোড়াঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের নুরজাহানপুর গ্রামের সামছুদ্দিন ০৭ শতাংশ জমি তার ছেলে শাখির আহম্মেদকে দলিল করে দেয়, যার দলিল নং ২৬১৯/২০০৯। দলিলের লিপিবদ্ধকৃত বালাম বই ৪৩/২০০৯। কিন্তু সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিস তার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য বইটির ম্যাপ কেটে পিছনের জায়গা সামনে আনে। ব্যাপারটি জানাজানি হলে ঘোড়াঘাট সাব রেজিস্টার মুনছুর আলী নকল নবিস জোব্বার কে সাময়িক বরখাস্ত করে।

এ ব্যাপারে নকল নবিস সমিতির সভাপতি সুমন মিয়ার সঙ্গে কথা বললে তিনি জানান, নকল নবিস জোব্বার এর আগেও এ অফিসে ২/১ বার এ রকম ঘটনা ঘটিয়েছে কিন্তু আমার জানা নেই সে কিভাবে পুনরায় বহাল হয়েছিল।

ঘোড়াঘাট সাব রেজিস্টার মুনছুর আলীর সঙ্গে কথা বললে সে জানান, আমি নকল নবিস জোব্বারের ঘটনা জানতে পেরে তাকে সাময়িক বরখাস্ত করেছি। অফিসের কোন স্টাফকে চাকুরী থেকে পুরোপুরি অব্যাহতি দেয়ার ক্ষমতা আমার নেই। এসব কিছুর ক্ষমতা রয়েছে জেলা রেজিস্টারের হাতে। তাকেও ব্যাপারটি জানানো হয়েছে। যা করার তিনিই করবেন।
 

একুশে সংবাদ/ম/আ

Link copied!