ফরিদপুরের সালথায় জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত এবং ব্রাক স্কুলসহ ২০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ মাতুব্বর ও মতিয়ার মাতুব্বর মধ্যে জমি নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে হাতাহাতি হলে পরে তা সাবেক দুই ইউপি সদস্য কোহিনুর ও ইউসুফ এর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের শতশত লোক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি ও টেটা হাতে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় কোহিনুর মেম্বর সমর্থকদের প্রায় ১৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ এবং ইউসুফ মেম্বর সমর্থকদের প্রায় ৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই গ্রামের পরিবেশ শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/ শ.ই /এস
আপনার মতামত লিখুন :