AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকা জব্দ 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:০৯ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২০
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকা জব্দ 

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক এম ভি তাসরিফ- ৩ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক সাড়ে বারো মন (৫০০ কেজি) জাটকা জব্দ করা হয়। 

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। 

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক এম ভি তাসরিফ- ৩ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক সাড়ে বারো মন (৫০০ কেজি) জাটকা জব্দ করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার চাঁদপুর, লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান এর নেতৃত্বে চাঁদপুর মোহনায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে উক্ত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট মুনজুরুল মোরশেদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সদ্বীব এর উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

একুশে সংবাদ/খ.ম/এস

Link copied!