AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুড়িমারীতে কোরআন অবমাননা হয়নি : তদন্ত কমিটি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৪০ পিএম, ১২ নভেম্বর, ২০২০
বুড়িমারীতে কোরআন অবমাননা হয়নি : তদন্ত কমিটি

লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় কোরআন অবমাননার কোনো সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিশন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।  জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন।

এ সময় তদন্ত কমিটির অন্য সদস্য অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আবু জাফর সাংবাদিকদের জানান, প্রতিবেদন হাতে পেয়েছি। তদন্তে কোরআন অবমাননার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক।

মসজিদে কোরআন অবমাননার গুজব তুলে রংপুর শালবন মিস্ত্রিপাড়া এলাকার আবু ইউসুফ শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও পরে মরদেহ প্রকাশ্যে পুড়িয়ে ফেলে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা হয়।

একুশে সংবাদ/আই/এআরএম

Link copied!