AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একাকিত্ব কাটাতে শতবর্ষী বরের সঙ্গে ৮০ বছরের কনের বিয়ে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৪০ পিএম, ২২ অক্টোবর, ২০২০
একাকিত্ব কাটাতে শতবর্ষী বরের সঙ্গে ৮০ বছরের কনের বিয়ে

নাটোর সদর উপজেলার পুকুর ডাঙ্গাপাড়া গ্রামের আহাদ আলী মণ্ডল ওরফে আদি। বয়স ১০৫। সংসার জীবনে তার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে স্ত্রী না থাকায় একাকিত্বে ভুগছিলেন তিনি। তাই এ বৃদ্ধ বয়সে এসেও একাকিত্ব দূর করতে বিয়ের করার সিদ্ধান্ত নেন আদি। রীতিমতো পাত্রীও পেয়ে যান। একই এলাকার ৮০ বছর বয়সী অমেলা বেগমকে গতকাল বুধবার রাতে বিয়ে করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, অমেলা বেগমের দুই মেয়ে রয়েছে। নাতি-নাতনিও আছে। বর-কনের উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহরের ৬৫০ টাকা নগদ পরিশোধ করেন শতবর্ষী আহাদ আলী মণ্ডল। তাদের বিয়ের অনুষ্ঠানে স্থানীয় লোকজন যোগ দেন। এ সময় সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আহাদ আলী মণ্ডল জানান, চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্ব লাগছিল তার। নিঃসঙ্গতা কাটাতে তাই অমেলা বেগমকে বিয়ের সিদ্ধান্ত নেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

একুশে সংবাদ/আ.স/এআরএম

Link copied!