AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবজির বাজারে আগুন, মাংসের দামেও ঊর্ধ্বগতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৮ এএম, ৫ জুলাই, ২০২৫

সবজির বাজারে আগুন, মাংসের দামেও ঊর্ধ্বগতি

রাজধানীর বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বরং আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। একই চিত্র দেখা গেছে মুরগি ও গরুর মাংসের বাজারেও। ফলে নিত্যপণ্য কিনতে গিয়ে সাধারণ ক্রেতাদের পড়তে হচ্ছে বাড়তি খরচের চাপের মুখে।

 

শনিবার (৫ জুলাই) রাজধানীর রামপুরা বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের মতোই চড়া রয়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কাঁকরোল ৯০ টাকা, গাজর ১৬০ টাকা, শসা ৮০ টাকা, ধুন্দুল ৮০ টাকা এবং করল্লা ১০০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। তবে কিছুটা স্বস্তি দিয়েছে পটলের দাম—যা এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম।

 

মাংসের বাজারেও রয়েছে ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যেখানে গত সপ্তাহে এটি ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২২৫ টাকায় এবং লেয়ার মুরগির দাম ২২০ থেকে ২৩০ টাকা প্রতি কেজি। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় এবং খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে।

 

বাজারে আসা এক ক্রেতা, আমিনুল হোসেন বলেন, "সবকিছুর দাম শুধু বাড়তেই থাকে, কমে না। একটার দাম কমলেও অন্যটার দাম বেড়ে যায়। স্বস্তিতে বাজার করা এখন কঠিন।"

 

আরেক ক্রেতা বদরুল ইসলাম বলেন, "স্বল্প আয়ের মানুষের জন্য বাজার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অল্প কিছু জিনিস কিনতেই পকেট খালি হয়ে যায়।"

বাজারের এক বিক্রেতা আল আমিন জানান, “পাইকারি বাজারেই এখন দাম বেশি। শোনা যাচ্ছে বৃষ্টির কারণে সরবরাহ কম, তাই দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনে কম দামে তো বিক্রি করতে পারি না।”

 

সাধারণ মানুষ বলছে, বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

 

একুশে সংবাদ//ঢা.পর.ন

Link copied!