রাজধানীর বনানীতে অবস্থিত জাকারিয়া হোটেলে সংঘবদ্ধ হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, “জাকারিয়া হোটেলে হামলার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। হামলায় ৮ থেকে ১০ জন অংশ নেন।
এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়, “বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী আতঙ্কিত অবস্থায় হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় একজন পুরুষ তার পথরোধ করে শরীরে আঘাত করেন, এতে নারীটি মেঝেতে পড়ে যান। তার পেছনে থাকা আরেক নারীকে কয়েকজন ধাওয়া করে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা দুই নারীকে ঘিরে আঘাত করতে থাকেন। ভিডিওতে অন্তত ৮-১০ জনকে হামলায় অংশ নিতে দেখা যায়।
এ ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং দ্রুত বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ সব তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন