রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল নানা সমস্যায় জর্জরিত থাকলেও গত ৭ আগস্ট থেকে হলে যাচ্ছেন না হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান।
হলের বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি আর হলে যাই না। কোনো কাগজে সাক্ষর করি না। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, তবে প্রশাসন তা এখনো গ্রহণ করেনি।”
জানা যায়, ৫ আগস্ট বিশেষ খাবার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা তৈরি হলে তিনি ৭ আগস্ট বিকেলে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে তিনি হলে আসেননি।
শিক্ষার্থীদের অভিযোগ, হলে ডাইনিংয়ে নিম্নমানের খাবার, ফিল্টার নষ্ট, সিট পেয়ে উঠতে না পারাসহ একাধিক সমস্যা বিদ্যমান। ডাইনিংয়ে মাত্র ২ লিটার ধারণক্ষমতার ফিল্টার থাকলেও সেটি অকার্যকর হয়ে পড়ে আছে। ফলে শিক্ষার্থীরা ডাইনিং ও ফ্লোরগুলোতে ট্যাপের পানি খেতে বাধ্য হচ্ছেন।
আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, “আমাদের ফ্লোরের ফিল্টার শুরু থেকেই নষ্ট হয়ে আছে। প্রায় এক মাস ধরে হলে কোনো প্রভোস্ট নেই। নানা সমস্যার মধ্যে একটি হল এভাবে অভিভাবকহীনভাবে চলতে পারে না। দ্রুত নতুন প্রভোস্ট নিয়োগ অথবা আগের প্রভোস্টকে দায়িত্বে ফেরাতে হবে।”
আরেক আবাসিক শিক্ষার্থী মাইদুল ইসলাম বলেন, “ডাইনিংয়ে প্রতিদিন ২০০–৩০০ শিক্ষার্থীর জন্য খাবার সরবরাহ করা হয়। খাবারের মান যেমন অস্বাস্থ্যকর, তেমনি অনিরাপদও। এখানে যে পানি সরবরাহ করা হয় তা বিশুদ্ধ নয়। এতে পারদ, সিসা, ক্যাডমিয়াম ও আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ও বড় ফিল্টার প্রতিস্থাপন করতে হবে এবং খাবারের মান উন্নয়নে জরুরি পদক্ষেপ নিতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, “পারিবারিক কারণে হল প্রভোস্ট ছুটিতে ছিলেন। গতকাল সোমবার (২৫ আগস্ট) তিনি রংপুরে ফিরেছেন। ইতিমধ্যে সহকারী প্রভোস্টরা হলে যাচ্ছেন ও কাজ করছেন।”
একুশে সংবাদ/এ.জে