প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজ ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মিল্লাত হোসেন সঞ্চালনা করেন। এতে সংগঠনের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, "পারভেজ ছিল এক সংগ্রামী নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার নেপথ্যে কেবল রাজনৈতিক প্রতিহিংসাই নয়, বরং সরকারের ছত্রছায়ায় বেড়ে ওঠা অপশক্তির নগ্ন প্রকাশ ঘটেছে।"
সভায় পিয়াল হাসান বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দুর্বল করতে এবং ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়ায় বাধা এড়াতে পারভেজকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা যদি মনে করে এভাবে আমাদের দমন করা যাবে, তাহলে তারা ভুল করছে। ছাত্রদল আজ দেশের প্রতিটি ইঞ্চিতে সংগঠিত।"
তিনি আরও বলেন, "এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, তাহলে সারাদেশের ক্যাম্পাসে ছাত্রদল আন্দোলন গড়ে তুলবে। প্রশাসনে লুকিয়ে থাকা পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের হুঁশিয়ার করছি—যদি আপনারা সংশোধন না হন, তাহলে রাজপথেই আপনাদের বিচার হবে।"
সদস্য সচিব মিল্লাত হোসেন বলেন, "এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যারা লড়াই করছে, তাদের টার্গেট করা হচ্ছে। পারভেজের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"
মানববন্ধন শেষে একটি মৌন প্রতিবাদ মিছিলও বের করা হয়, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় বনানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়ের এবং তদন্তে উচ্চপর্যায়ের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

