AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও রসায়ন সপ্তাহ উদযাপিত


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৯:৪৯ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
কুবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও রসায়ন সপ্তাহ উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রসায়ন সোসাইটি কর্তৃক আয়োজিত হলো বিভাগটির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রসায়ন সপ্তাহ- ২০২৫। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাত দিনব্যাপী চলমান এ অনুষ্ঠানটির মূল পর্ব বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী সানিয়া আক্তার নূর। এ সময় ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। 

উক্ত অনুষ্ঠানের এক পর্যায়ে বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এসময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং আরও উপস্থিত ছিলেন রসায়ন সপ্তাহ- ২০২৫ এর উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ শাহাদাত হোসেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ যারা বিদায় নিচ্ছে, তাদের জীবনের অংশ হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয় ও রসায়ন বিভাগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম তোমাদের সুনাম। আমার দুটি অনুরোধ, প্রথমটি হলো—তোমাদের বাবা-মা যে কষ্ট করে এখানে পড়িয়েছেন, তাদের সেবা করবে। দ্বিতীয়টি হলো—যেখানেই থাকো, অবৈধ অর্থ যেন কখনো তোমাদের পকেটে না যায়।”

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পড়ালেখায় মনোযোগী হও। রসায়ন বিভাগের শিক্ষকরা তোমাদের সব সময় সহযোগিতা করতে প্রস্তুত। বিদায়ী শিক্ষার্থীদের বলব, সততা, শ্রদ্ধা, আন্তরিকতা, পরিশ্রম, এবং ধৈর্য জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ ধৈর্যশীলদের অধিক পছন্দ করেন।”

উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. শাহাদাত হোসেন বলেন, “যাদের বিদায় দিচ্ছি, এটা সাময়িক বিদায়। তারা রসায়ন বিভাগের অংশ ছিল এবং আজীবন থাকবে। নবীনদের উদ্দেশ্যে বলব, তারা যেন বিভাগীয় সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রসায়ন বিভাগের সম্মান অক্ষুণ্ণ রাখতে যা যা প্রয়োজনীয় সবকিছু করে।”

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রসায়ন সপ্তাহ - ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!