যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রবাহ সংস্কৃতিক সংঘের যাত্রা শুরু । নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী মোয়াজ বিন সাইফুল এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী ইমন হাওলাদার মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি ) সংগঠনটির একজন প্রধান উপদেষ্টা ও চারজন উপদেষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হলেন পদাধিকার বলে অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন। এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন, ড. ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, ড. মোঃ আব্দুর রউফ সরকার, অধ্যাপক ড. এস. এম. নূর আলম ও ড. মোঃ ওমর ফারুক।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি দারুল আনান, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় ত্রিপুরা ও আমিরুল ইসলাম আমির, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনিক, সহ সাংগঠনিক সম্পাদক তাওসিফ ইসলাম ও সামির ফারাবি, দপ্তর সম্পাদক মো: তানজিল আল ফাহিম, উপ দপ্তর সম্পাদক এস. এম. আমীনুল ইসলাম, কোষাধ্যক্ষ সামিউল হক সিয়াম, সহ কোষাধ্যক্ষ মো: জারির আল মারুফ, প্রচার ও প্রসার বিষয়ক সম্পাদক রিয়াদ রায়হান, সিনান রহমান রাইয়ান, মুজাহিদ ইফু, সাহিত্য বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ আকাশ, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক তানজিলুল হামিম, অঙ্কন ও চিত্রায়ণ বিষয়ক সম্পাদক আব্দুর রাহিম। এছাড়া নির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফাহিম, সঞ্জয় পাল মিকি, সুভূতি রত্ন চাকমা, ওবায়দুর রহমান ফুয়াদ, সুদীপ্ত বিশ্বাস, মৃন্ময় মন্ডল, হানিফ আকন সিয়াম, ঐশ্বর্য রহমান, তওফা ইসলাম মিথিলা, জয়ন্ত পাল।
একুশে সংবাদ/আ.য
 
    
 
                        

 
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
