AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
১২:১৫ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৪
ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন

শিক্ষকদের বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অন্তত ১৫ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় দুই শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এতে অংশ নেয়।৷ এসময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে শিক্ষকদের বেতন-ভাতা চালুর দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।

শিক্ষকদের দাবি- ইউজিসি স্কুলটিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর ডেমনেস্ট্রেশন ইউনিটের জনবল হিসেবে আত্মীকরণ করেছে। বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের জনবলদের বেতন-ভাতা দিলেও আমরা তা পাচ্ছিনা। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই। মানববন্ধনে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাম্মিল হক মোল্লাহ, সহকারী শিক্ষক গোলাম মামুন, গোলাম কিবরিয়া, আনজুমান আরা ও ফেরদৌসী খাতুনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রতিষ্ঠার ২৮ বছর ধরে ধার দেনা করে চলছে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিভিন্ন খাত থেকে অর্থ নিয়ে শিক্ষকদের বেতন-ভাতা দেন বলে জানিয়েছেন। স্কুলটির বার্ষিক বেতন-ভাতা বাবদ চাহিদা ১ কোটি ২০ লাখ টাকা হলেও ইউজিসি থেকে বরাদ্দ দেওয়া হয় মাত্র ২০ লাখ টাকা। যা চাহিদার মাত্র ১৭ শতাংশ। এর আগেও বিভিন্ন সময় শিক্ষকদের বেতন-ভাতা আটকে থাকার অভিযোগ রয়েছে।  

অর্থ সংকটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা দিতে পারছে না। সরকারের ব্যয় সংকোচন নীতির ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে পর্যাপ্ত অর্থ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে গত ডিসেম্বর মাস থেকে স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।      

এ বিষয়ে আইআইইআর এর পরিচালক মামুনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের আইআইইআর এটা পরিচালনা করে। তবে এর বেতন-ভাতার বিষয়টা দেখে প্রশাসন।

ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, স্কুলের বেতন-ভাতা বাবদ যত টাকা প্রয়োজন তা আমরা পাইনা। এখন স্কুলে বেতন দিতে অতিরিক্ত যে টাকা লাগবে তা আমরা কোথায় পাবো? এই টাকা অন্য জায়গা থেকে আমরা ধার করে এতোদিন দিয়ে আসছি। আমরা এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে।  ।

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে ইউজিসি একটি কমিটি করেছে। আমরা ইউজিসির সঙ্গে আলোচনা করছি। দ্রুতই এর একটি স্থায়ী সমাধান করা হবে।


একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা
 

Link copied!