AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় মানববন্ধন


কুবিতে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিক সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

 

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সাংবাদিক সমিতির আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে একাত্মতা পোষণ করে ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি,’ রক্তদাতা সংগঠন ‘বন্ধু’, কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন,’ অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, প্ল্যাটফর্ম, রোভার স্কাউটস, প্রথম আলো বন্ধুসভা, অভয়ারণ্য, তরুণ কলাম লেখক ফোরাম, লিও ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইটি সোসাইটি, সায়েন্স ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

 

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের দর্পণ হয়ে কাজ করে আসছে। কিন্তু একের পর এক সাংবাদিকদের সাথে এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ে যদি সাংবাদিকরা নিরাপদে চলতে না পারে, এই বিশ্ববিদ্যালয় কতটা অনিরাপদ হয়ে আছে সেটা প্রশাসনের উপলব্ধি করা উচিত। যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত।’

 

পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্যের সভাপতি আবদুল্লাহ আল সিফাত বলেন, ‘ফ্রিডম অফ প্রেসের উপর এই ধরনের হামলা সত্যি ন্যাক্কারজনক। যারা এই অপরাধের সাথে জড়িত সে যেই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার করা হয়। এই ধরনের কোন ঘটনা যে কোনো ধরনের সংগঠনের সাথে হতে পারতো। এই ধরনের ঘটনা না যেন আর না ঘটে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি।’

 

কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আহমেদ আবির রায়হান বলেন, ‘সংগঠনগুলো হল বিশ্ববিদ্যালয়ের মুক্তমনা চর্চার এমনকি মুক্তমন চিন্তাধারার একটি উপায়।  বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো যদি তাদের এই মুক্তমন চর্চায় বাঁধাগ্রস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে বাঁধা হিসেবে গণ্য হচ্ছে। সাংবাদিক সমিতির অফিসে যে রাতের আঁধারে হামলা করা হয়েছে এটা আমার মতে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাজ বলে মনে হচ্ছে না। আমি মনে করি সে নিশ্চয় কোন অছাত্র,  বহিরাগত বা সে নিশ্চয় কোন ছাত্ররূপী একটি অমানুষ।’

 

মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মাহি বলেন, ‘গত ২৯ তারিখের ঘটনার পর থেকে ছাত্রলীগের একটি অংশ প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছিল৷ সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলার ঘটনা তারই বহিঃপ্রকাশ। আগের ঘটনার পর প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেয়ার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পদক্ষেপ গ্রহণ করা হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় দিয়ে বলতে চাই, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় দেশের সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।’

 

প্রসঙ্গত, এর আগে সংবাদ সংগ্রহ করতে গেলে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে হেনস্তা করেন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা। এসময় কর্মরত সংবাদকর্মীদের উদ্দেশ্য সাবেক ছাত্রলীগ নেতা রেজা-ই -এলাহী দেখে নেয়ার হুমকি দিয়ে বলেন ‍‍`গুণ্ডামির কি দেখেছো? সাংবাদিকরা এখনও আমাকে চিনে না, আমি কে?‍‍` ‍‍`এই ক্যাম্পাস কারো বাপের না।’ এদিকে ঘটনার জেরে রবিবার (৪ জুন) রাতে সাংবাদিক সমিতির অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়াও চলতি পথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। আমরা মামলার জন্য কথা বলেছি। দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।’

 

একুশে সংবাদ/মি.ই.প্র/জাহা

Link copied!