AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে বিদেশী শিক্ষার্থীদের বরণ-বিদায়


ইবিতে বিদেশী শিক্ষার্থীদের বরণ-বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিদেশি নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ ও বিদায়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেল।

 

সেলের পরিচালক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

 

জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছয় জন বিদেশী শিক্ষার্থীর মধ্যে তিন জন অনার্স, ১ জন এমফিল ও ২ জন পিএইডিতে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের এক জন নেপাল, দুই জন গাম্বিয়া ও তিনজন ভারত থেকে এসেছেন। তাদের মধ্যে ফার্মেসি বিভাগে একজন, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, অ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে একজন, ইংরেজি বিভাগে একজন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগে দুই জন ভর্তি হন। এদিকে সোমালিয়া থেকে আগত সাইদ আলী নামে এক জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড নিউট্রিশন এ্যান্ড ফুড টেকনোলজি বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন।

 

এ ছাড়া অনুষ্ঠানে গত ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একজন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। তিনি ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। একইসাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের নতুন পরিচালক বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে বরণ করে নেওয়া হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে সেলের বিদায়ী পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৮:১৫ পিএম, ১৯ মে, ২০২৩ গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়
  2. ০৩:১৫ পিএম, ১৫ মে, ২০২৩ ইবির জিয়া হলের নতুন প্রভোস্ট ড. জাকির
  3. ০৬:০৩ পিএম, ১৮ এপ্রিল, ২০২৩ আদিবাসীদের বর্ষবরণ উৎসব উদযাপনের গল্প
  4. ০৯:২৪ পিএম, ১২ এপ্রিল, ২০২৩ বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়
  5. ০৪:১৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ ইবি উপাচার্যের ‘কন্ঠ সদৃশ’ অডিও ইমেজ সংকটের কারণ
  6. ০৯:৫২ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ ইবিতে বৈধ সিট থেকে নামিয়ে দেওয়া সেই ছাত্র হলে উঠলেন আজ
  7. ০৪:০১ পিএম, ২ এপ্রিল, ২০২৩ ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী র‍্যালি
  8. ০৫:৪২ পিএম, ১ এপ্রিল, ২০২৩ ইবিতে বৈধ সিট থেকে ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ
  9. ০৫:৪৯ পিএম, ২৮ মার্চ, ২০২৩ ফের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির
  10. ০৭:৩৪ পিএম, ১৯ মার্চ, ২০২৩ ইবিতে বিদেশী শিক্ষার্থীদের বরণ-বিদায়
  11. ০৬:৪৩ পিএম, ১৯ মার্চ, ২০২৩ ইবি রেজিস্ট্রারের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
  12. ০১:০৩ পিএম, ১৯ মার্চ, ২০২৩ গুচ্ছ ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন
  13. ০৭:৩৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ইবিতে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধের ঘোষণা
  14. ০২:৪৩ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ইবির দুই শিক্ষার্থীকে বহিরাগতদের মারধর, গ্রেফতার ১
Link copied!