AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি শিক্ষিকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৪:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
ইবি শিক্ষিকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি এ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিরিনা খাতুন বিথীর প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত স্কুল ছাত্রী উম্মে রুকাইয়া (১১) উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

 

স্থানীয় সূত্রে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রুকাইয়া তার সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে, শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তরের পথে সন্ধ্যায় সে মারা যায়।

 

রুকাইয়ার চাচা ফিরোজ বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাজিতিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন  বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। মেয়েটা দৌড়িয়ে রাস্তা পার হচ্ছিল। গাড়ির গতি বেশি থাকায় ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারেনি।

 শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/আ.হো/বি.এস

Link copied!