AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসে নানা আয়োজন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসে নানা আয়োজন

আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সোমবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এরপর সকাল ১০.৩০ মিনিটে উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা। যা ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে। সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

 

অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১ টা ও ১১ টা ১৫ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে জব ফেয়ার ও  রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, সাড়ে ১১ টায় শারীরিক শিক্ষা অফিসের পিছনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন, ১১ টা ৪৫ মিনিটে সেলিম আল-দীন মুক্তমঞ্চে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বিকেল সাড়ে ৫ টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান,  সন্ধ্যা ৭ টায় একই মঞ্চে অনুষ্ঠিত হবে শিল্পী শফী মন্ডলের একক সঙ্গীতানুষ্ঠান।

 

এছাড়া দিবসটি উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অতিথি পাখিদের অবস্থান নির্বিঘ্ন করার জন্য আনন্দ শোভাযাত্রায় চৌরঙ্গী মোড় হতে বিশ্ববিদ্যালয় মিনার পর্যন্ত ড্রাম না বাজানোর নির্দেশ দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস শুরু হলেও ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের আচার্য রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৩ সাল পর্যন্ত এটি একটি প্রকল্প আকারে পরিচালিত হয়। প্রকল্পের শুরুতে এ বিশ্ববিদ্যালয় মোট ৪টি বিভাগে(অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান) ১৫০ জন ছাত্র ও ২৩ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে।

 

একুশে সংবাদ.কম/আ.র.প্র/জাহাঙ্গীর

Link copied!