AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির বন্ধ ক্যাম্পাসে বেপরোয়া চোর


ইবির বন্ধ ক্যাম্পাসে বেপরোয়া চোর

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক ভবন যমুনার নিচতলায় শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ জুলাই) গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। 

চুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম (সেলিম)। 

সিকিউরিটি ইনচার্জ সূত্রে জানা যায়, চোর বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন যমুনার পিছনের বেলকনির গ্রিল কেটে ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। রুমের মধ্যে থাকা জিনিজপত্র তছনছ করে ফেলে। রুমে থাকা ট্যাপগুলো খুলে নিয়ে যাওয়ায় পুরো রুম পানিতে ভেসে গেছে। এছাড়া নগদ বিশ হাজার টাকা, তিন ভরি স্বর্ণের গহনা সহ মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে।

যমুনা ভবনে থাকতেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। ঈদের ছুটি উপলক্ষে তারা কেউ বাসায় ছিলেন না। চুরির ঘটনায় তিনি বলেন, ‘আমি গতকাল জেনেছি আমার বাসায় চুরি হয়েছে। কবে নাগাদ আর কি কি চুরির  ঘটনা ঘটেছে তা আমি জানিনা। আমি শুনলাম রুমের ভিতরের জিনিসপত্রগুলো  তছনছ করা হয়েছে। এরকমটা হলে ভিতরের নিরাপত্তা প্রশ্নবিদ্ধই থেকে যায়।’

এদিকে বিষয়টি নিয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসে চুরির ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। উপযুক্ত শাস্তির অভাবে বারবার একই ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এসব ঘটনা ঘটলেও অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারেনি কর্তৃপক্ষ। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

একই ভবনের ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম (সেলিম) ও ৪র্থ তলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম থাকেন। তারা সেখানে অবস্থান করা সত্ত্বেও কবে নাগাদ চুরি হয়েছে, কারা চুরি করেছে এ বিষয়ে তারা অবগত ছিলেন না।

এর আগে, গত ২ জুলাই ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শান্তিডাঙ্গা ও শেখপাড়া এলাকায় মাইকিং করে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ‘ক্যাম্পাসে  মাইকিং করে বহিরাগত নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিছু শিক্ষার্থীরা ক্যাম্পাসের পাশেই মেসে অবস্থান করছি। এটা অত্যন্ত দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছিনা। মাঠে খেলতে যাওয়ারও অনুমতি দেওয়া হয় না। যেখানে শিক্ষার্থীদের প্রবেশে এত নিয়ম সেখানে  বিশ্ববিদ্যালয়ের ভিতরে চুরির মত ঘটনা কিভাবে ঘটে?’ 

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম (দায়িত্ব প্রাপ্ত প্রক্টর) বলেন, ‘শিক্ষকদের আবাসিক ভবনে চুরির ঘটনাটি কালকে সন্ধ্যায় শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়েছিলাম। নীচতলায় অবস্থানরত শিক্ষক ঢাকাতে অবস্থান করছেন। এজন্য ক্ষয়ক্ষতির বিষয়ে সঠিক কিছু বলা যাচ্ছে না।’


 

 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই
 

Link copied!