কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক সংগঠন এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)-এর বার্ষিক সদস্য সংগ্রহ কার্যক্রম ‘জেনারেল মেম্বার রিক্রুটমেন্ট ৪.০’ শুরু হয়েছে।
পহেলা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী যুবায়ের আনান লাজিন বলেন, “ইএলডিসি প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। বর্তমানে আমাদের ‘Fundamental Skills 1.0’ নামের একটি প্রোগ্রামও চলমান রয়েছে, যা আমাদের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারছেন। এখন আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যারা নিজেদের দক্ষতা উন্নয়নে আগ্রহী, তাদের ক্লাবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সংগঠনটির সভাপতি বলেন, “ইএলডিসি সবসময়ই নেতৃত্ব, দক্ষতা ও উদ্ভাবনের যুগপৎ বিকাশে বিশ্বাস করে। ‘General Member Recruitment 4.0’ আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক কার্যক্রম, যেখানে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন মুখদের নিজেদের আবিষ্কার ও বিকাশের সুযোগ করে দিই।”
একুশে সংবাদ/এ.জে