AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাল দিয়েই তৈরি করুন বডি লোশন


Ekushey Sangbad

০৫:২৯ পিএম, সেপ্টেম্বর ১০, ২০২০
চাল দিয়েই তৈরি করুন বডি লোশন

একুশে সংবাদ: মহামারীতে পাল্টেছে জীবন যাত্রার ধরণ ও গতি।ঘরে জিনিসের প্রতিই ঝুকছে মানুষ।বিশেষ করে খাবারের ক্ষেত্রে ঘরে তৈরি খাবারেই অভ্যস্ত হচ্ছে সবাই।অন্যদিকে যে জিনিসগুলো বাইরে থেকে কেনা হতো, সেগুলো এখন বেশিরভাগই বাড়িতে তৈরি হচ্ছে। এমনকি ঘরে তৈরি নানা প্রসাধনীই যেন পছন্দের তালিকায় বেশী প্রাধান্য পাচ্ছে। গত কয়েক মাস ধরে, প্রাকৃতিক এবং নিজেই করা যায় এমন বিউটি রুটিনগুলো আগের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। রূপচর্চার পণ্যগুলো শেষ হয়ে গেলে বাড়িতেই অনেককিছু তৈরি করতে পারেন। আপনি যদি উজ্জ্বল এবং মসৃণ ত্বকের জন্য স্কিনকেয়ার সমাধান খুঁজে থাকেন, তবে আমরা আপনার জন্য একটি উপায় বাতলে দিচ্ছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিটি বাড়ির রান্নাঘরে থাকা অন্যতম সাধারণ উপাদান হলো চাল। এই শস্য আসলে আমাদের ত্বকের যত্নে বিস্ময়করভাবে কাজ করতে পারে। এটি মুখের দাগ কমাতে, রুক্ষ ত্বকের গঠনকে মসৃণ করতে এবং ত্বককে আরও উজ্জ্বল করতে সহায়তা করতে পারে। চাল দিয়ে কীভাবে লোশন তৈরি করবেন: * পরিষ্কার পানি দিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিন। * একটি পাত্রে পানি ফুটতে দিন। সেখানে কিছু চাল দিয়ে সেদ্ধ করে নিন যতক্ষণ না তা নরম হয়ে গলে যায়। * এটি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে পেস্টের মতো তৈরি করে নিন। * এই পেস্টে কয়েক ফোঁটা অ্যান্টি-এজিং প্রোপার্টিযুক্ত ভিটামিন ই তেল মেশান। * সুগন্ধ যোগ করতে আপনি যেকোনো অ্যাসেন্সিয়াল অয়েল কয়েক ফোঁটাও মেশাতে পারেন। * সব উপাদান মেশানো হয়ে গেলে একটি কাচের জারে ঢেলে ফ্রিজে রেখে দিন। রেফ্রিজারেটেড অবস্থায় এই লোশন চার দিন পর্যন্ত থাকতে পারে। ব্যাস হয়ে গেল চালের তৈরী লোশন।ক্যামিকেল সম্বৃদ্ধ প্রসাধনীর চেয়ে ঘরে তৈরী এই রেমিটেন্স অনেকগুন কার্যকরী। একুশে সংবাদ/তাশা/গো/১০/০৯/২০২০
Link copied!