AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুয়া বিলে স্বাক্ষর করে ‘তিরস্কৃত’ বেলাবোর সমাজসেবা কর্মকর্তা


Ekushey Sangbad

০৩:০৪ পিএম, জুলাই ৯, ২০২০
ভুয়া বিলে স্বাক্ষর করে ‘তিরস্কৃত’ বেলাবোর সমাজসেবা কর্মকর্তা

একুশে সংবাদ: ভুয়া ভাউচারে স্বাক্ষর করে শাস্তি হিসেবে ‘তিরস্কার’ পেলেন নরসিংদীর বেলাবো উপজেলা সমাজসেবা অফিসার মো. রিয়াজ উদ্দিন। তাকে এই শাস্তি দিয়ে মঙ্গলবার (৭ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী স্বাক্ষরিত আদেশে বলা হয়, নরসিংদীর বেলাবো উপজেলা সমাজসেবা অফিসার রিয়াজ উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ধানীসাফা নেছারিয়া এতিমখানার নামে মোট ২ লাখ ১ হাজার ৬০০ টাকার বিলে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে স্বাক্ষর করেন। এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের তদন্তে দাখিল করা তিনটি বিলের সঙ্গে সংযুক্ত ভাউচারের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৫০ টাকার ভুয়া ভাউচার পাওয়া যায়। ‘সরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও বণ্টন নীতিমালা-২০০৯ অনুযায়ী দাখিল করা তিনটি বিলের সঙ্গে কমিটির রেজুলেশন সংযুক্ত না থাকা সত্ত্বেও বিলগুলো যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা না করে ভুয়া ভাউচার সংবলিত বিল অনুমোদন করে পরস্পর যোগসাজশে ৯০ হাজার ৩০০ টাকা আত্মসাতের সহায়তার অভিযোগে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি মোতাবেক অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে ৪/১৯ নম্বর বিভাগীয় মামলা রুজু করা হয়।’ অফিস আদেশে আরও বলা হয়, এ বিভাগীয় মামলায় তার দাখিল করা জবাব পর্যালোচনা করে এবং ব্যক্তিগত শুনানি গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে এবং সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্রাদি থেকে প্রতীয়মান হয় যে, রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা তথা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তার অপরাধের জন্য লঘুদণ্ড দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেজন্য নরসিংদীর বেলাবো উপজেলা সমাজসেবা অফিসার মো. রিয়াজ উদ্দিনকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তিরস্কার করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়েছে। একুশে সংবাদ/তাশা/গো/০৯/০৭/২০২০
Link copied!