AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করোনা চিকিৎসক-নার্সের সংখ্যা হাজার ছাড়িয়েছে


Ekushey Sangbad

০২:১৫ পিএম, মে ৮, ২০২০
করোনা চিকিৎসক-নার্সের সংখ্যা হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক ও নার্সের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) হালনাগাদ তথ্যে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত সারাদেশে সর্বমোট ৬০২ চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৪৩২ জন। এছাড়া বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৮ জন, সিলেটে ২৫ জন, খুলনায় ৪৪ জন, রংপুরে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন করোনায় আক্রান্ত হন। এদিকে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের হালনাগাদ (আজ ৭ মে বিকেল ৫টা পর্যন্ত) প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, সরকারি ও বেসরকারি হাসপাতারে কর্মরত ৪০১ জন নার্স করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য স্থাপনায় ২৬৫ জন ও বেসরকারি হাসপাতালে ১৩৬ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২৩ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১১ জন, চট্টগ্রামে ২ জন, ময়মনসিংহে ৩৯ জন, রংপুরে ৫ জন, খুলনায় ৯ জন ও রাজশাহীতে ৮ জন আক্রান্ত হন। মোট আক্রান্তদের মধ্যে চারজন সন্তানসম্ভবা নার্স রয়েছেন। কবে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।
Link copied!