AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মা-মেঘনা, যমুনায় পানি বেড়েই চলেছে


Ekushey Sangbad

১০:১৮ এএম, আগস্ট ১৯, ২০১৪
পদ্মা-মেঘনা, যমুনায় পানি বেড়েই চলেছে

একুশে সংবাদ : কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পদ্মা, মেঘনা, যমুনাসহ নদ-নদীগুলোর পানি বেড়ে প্লাবিত হয়েছে দেশের বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের অভাব। কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পদ্মা, মেঘনা, ধরলা ও বহ্মপুত্রের পানি বেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুরের বেশ কিছু এলাকা। পানিবন্দি অবস্থায় রয়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে জেলার সাড়ে ২৫ হাজার হেক্টর ফসলের জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। দুর্ভোগে পড়েছে মানুষ। দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের অভাব। সিরাজগঞ্জেও অব্যাহত রয়েছে নদ-নদীর পানি বৃদ্ধি। নতুন করে প্লাবিত হয়েছে কিছু এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে ৫০০ বেশি পরিবার। গাইবান্ধাতে নতুন করে প্লাবিত হয়েছে কিছু জায়গা। ঘাঘট নদীর পানি বৃদ্ধি পয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে গাইবান্ধার শহররক্ষা বাঁধ। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের সবকটি স্লুইচ গেইট এখনও খুল রাখা হয়েছে। এদিকে, নীলফামারী ও লালমনিরহাটে পানি কমতে শুরু করলেও নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/এমকেএইচ/১৯-০৮-০১৪:
Link copied!