AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad

০২:৪১ পিএম, আগস্ট ২১, ২০১৬
রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

একুশে সংবাদ: ২১ আগস্ট গ্রেনেট হামলার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। রোববার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শরিফুল ইসলাম সাদ্দাম, টগর মোহাম্মদ সালেহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউতে এক নরকীয় হত্যাকান্ড চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে। তারা সেদিন ব্যর্থ হয়েছিল। আসলে সেইদিনের হত্যাকান্ড ছিল পূর্ব পরিকল্পনা মত। তারা আ‘লীগকে ধ্বংস করতে চেয়েছিল। আজকে দেশের যে উন্নয়ন হচ্ছে তা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই হচ্ছে। তাই যাদেরকে এখনো গ্রেফতার হয়নি তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে শাস্তি জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।       একুশে সংবাদ ডটকম // এম // ২১.০৮.১৬    
Link copied!