AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে রত্মগর্ভা মা সম্মাননা পেয়েছেন ফাতিমা বেগম


Ekushey Sangbad

১১:৩৬ এএম, অক্টোবর ৪, ২০১৫
নড়াইলে রত্মগর্ভা মা সম্মাননা পেয়েছেন ফাতিমা বেগম

নড়াইল প্রতিনিধি উজ্জ্বল: রত্মগর্ভা মা সম্মাননা পদক পেয়েছেন ফাতিমা বেগম (৭০)। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে ফাতিমা নড়াইল সদর উপজেলার হাকিমপুর রঘুনাথপুর এলাকার হাফেজ আবু জাফরের স্ত্রী। এলাকাবাসীর আয়োজনে ঈদের দিন সকালে মাদরাসা বাজার ঈদগাহে রত্মগর্ভা মা পদক প্রদান করেন নড়াইলের আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন জালাল উদ্দীন ফকির, রেজাউল করিম মল্লিক, নাজমুল হক সিকদার, আফসার সিকদারসহ এলাকার বিশিষ্টজনরা। আয়োজকরা জানান, পদকপ্রাপ্ত ফাতিমা বেগমের সাত ছেলে ও তিন মেয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এজন্য সীমাখালি, রঘুনাথ, তালতলা ও নাকসী গ্রামের পক্ষ থেকে ফাতিমাকে রত্মগর্ভা মা সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এলাকাবাসীর আয়োজনে এ বছরই ‘রত্মগর্ভা মা পদক’ প্রদান করা হলো। পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতিমা বেগমের সাত ছেলের মধ্যে হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও মোকলেছুর রহমান মাদরাসা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া অপর ছেলে মোস্তাফিজুর রহমান স্কুলশিক্ষক, এমফিল গবেষক আনিছুর রহমান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিনুর রহমান নড়াইলের নবগঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক এবং ছোট ছেলে নজিবুর রহমান সাব্বির চট্টগ্রামে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। মেয়ে মনিরা, সালেহা ও আসুরা খাতুন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ফাতিমা বেগম বলেন, এ পদক পেয়ে আমি আনন্দিত।     একুশে সংবাদ ডটকম/এসএস/০৪.১০.২০১৫
Link copied!