AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সফল সাত ব্যক্তির ক্যারিয়ারের বড় ভুলের কাহিনী


Ekushey Sangbad

০২:৩৪ পিএম, জুলাই ২, ২০১৫
সফল সাত ব্যক্তির ক্যারিয়ারের বড় ভুলের কাহিনী

একুশে সংবাদ :পৃথিবীর দারুণ সফল মানুষরাও জীবনে অনেক ভুল করেছেন। এসব ভুল থেকে শিক্ষা নিয়ে তারা পরবর্তীতে আরো বড় সফলতা বাগিয়ে এনেছেন। এদের তালিকায় টিম ফেরিস, রায়ান হলিডে-এর মতো মানুষরা রয়েছেন। এখানে জেনে নিন এমন ৭ জন মহারথীর কথা। এরা ক্যারিয়ারে নিজেদের কিছু ভুলের কথা তুলে ধরেছেন।   ১. 'হাইটাওয়ার অ্যাডভাইজরস'-এর চেয়ারম্যান এবং 'চার্লস শোয়াব' এর সাবেক সিইও ডেভিড পটরুখ জানান, শোয়াব ছাড়ার পর তিনি ছোট ছোট প্রতিষ্ঠানের পেছনে বিনিয়োগ করেছিলেন কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া। পুরো পরিকল্পনাই ব্যর্থ হয় তার। তিনি বুঝতে পারেন, ভালো আইডিয়া সব সময় ভালো ব্যবসার জন্ম দেয় না। আবার ভালো ব্যবসার জন্যে সব সময় ভালো বিনিয়োগের প্রয়োজন পড়ে না।   ২. জনপ্রিয় পাবলিক স্পিকার এবং বেস্ট সেলিং বইয়ের লেখক টিম ফেরিস ক্যারিয়ারের প্রথমে তার মার্কেট চিনতে পারেননি। জানান, কোনো ব্যবসায়ীর বাজার ঠিক না করে কোনো পণ্য ছাড়া উচিত নয়।   ৩. সুযোগ না চিনতে পারার মাশুল দিয়েছেন পুরস্কারজয়ী কমেডিয়ান মার্গারেট চো। ১৯৯৪ সালে বন্ধুর দেওয়া রিয়েল এস্টেট প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভুল করেন তিনি। নিজের একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ নষ্ট করতে নেই বলে জানান তিনি।     ৪. এবিসি-এর বিজনেস অ্যান্ড ইকোনমিক্স বিভাগের নিউজ চিফ রেবেকা জারভিস তার ভুলের কথা জানালেন। শিক্ষার্থী থাকাকালীন স্টুডেন্ট লোন নিয়েছিলেন তিনি। এটা ঠিকমতো পরিশোধ না করার ভুল তাকে বহু দিন ভুগিয়েছে বলে জানান।     ৫. ৩৬ মিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান এক্সোডাস কমিউনিকেশনস। এর বোর্ড মিটিংয়ের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে উপস্থিত থাকতেন ডেভ অ্যাসপ্রে। ওই প্রতিষ্ঠান থেকে আসা ৬ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব নাকচ করে দেন। এই ভুল বড়ই ভুগিয়েছে তাকে।   ৬. মিডিয়া স্ট্র্যাটেজিস্ট রায়ান হলিডে তার ভুলের কথা জানান। আত্মনির্ভরশীল থাকার পরও মর্টগেজ লোনের আবেদন করেন তিনি। আর এর পেছনে দৌড়ে সত্যিই বড় ভুল করেছেন। এ সময় নিজের গতানুগতির অর্থব্যবস্থার পুরো সিস্টেম বদলে যায় তার।     ৭. গ্র্যাভিটি পেমেন্টস এর সিইও ড্যান প্রাইস। জানান, ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার আগ দিয়ে পরিস্থিতি নিয়ে উদাসীন ছিলেন। এ অবস্থার জন্যে আগাম প্রস্তুতি ছিল না তার। আর এটাই ছিল মারাত্মক ভুল।     একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০২/০৭/১৫
Link copied!