AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খোলামেলা দৃশ্য নিয়ে যা যা বললেন ওম


Ekushey Sangbad

১২:৩১ পিএম, এপ্রিল ২১, ২০১৫
খোলামেলা দৃশ্য নিয়ে যা যা বললেন ওম

একুশেসংবাদ : তিনি নিজেও ক্যামেরার সানে অনেক ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করেছেন৷ তবে ভারতীয় অভিনেতাদের লাভমেকিংয়ের দৃশ্যে অভিনয় নিয়ে বেশ বিরক্ত এই বর্ষিয়ান অভিনেতা৷ কিছুদিন আগে মল্লিকা শেরওয়াতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাঁকে৷ কিন্তু তাঁর বক্তব্য, ভারতীয় সিনেমায় এই দৃশ্যগুলো যেভাবে দেখানো হয় তা খুব খারাপ৷ তাঁর প্রশ্ন, কোন দেশের মানুষ জামাকাপড় পরে ‘সেক্স’ করে? অথচ ভারতীয় ছবিতে তাইই দেখানো হয়৷ বিরক্ত ওমের বক্তব্য, যদি ঠিকঠাক করে এরকম কোনও দৃশ্য দেখানো নাই যায়, তাহলে না দেখানোই ভালো৷ কিংবা শুধু মুখের ক্লোজ আপ দেখানোও চলে? জামাকাপড় পরা অবস্থায় যৌনতা দৃশ্য দেখানোর মধ্যে কোনওরকম নান্দনিকতা নেই৷
ভারতীয় অভিনেতারাও যে এরকম দৃশ্যে মোটেও সাবলীল নন, সে কথা জানিয়েছেন তিনি৷ বেশীরভাগ সময়েই দৃশ্যগুলো বিশ্বাসযোগ্য হয় নাষ অভিনেতাদের শরীরের অঙ্গ সঞ্চালনের মধ্যে অনেক খুঁত থেকে যায় বলে তাঁর মত৷প্রসঙ্গত বাসু চট্টোপাধ্যায়ের ‘আস্থা’ ছবিতে রেখার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ওম৷ সেখানে পোশাক পরা অবস্থাতেই দুই অভিনেতাকে এরকম দৃশ্যে দেখা গিয়েছিল৷ সে প্রসঙ্গে ওমের বক্তব্য, দৃশ্যটিকে যেরকম নান্দনিকতার সঙ্গে শুট করা হয়েছিল, তা আর এখন দেখা যায় না৷ তার মানে অবশ্য এই নয় যে নগ্নতার পক্ষে সওয়াল করছেন তিনি৷ এ প্রসঙ্গে স্মিতা পাতিলের সঙ্গে ‘আক্রোশ’ ছবির লাভমেকিংয়ের দৃশ্যের কথা বলেন তিনি৷ সেখানে স্মিতা শাড়ি পরেই ছিলেন গোটা কবিতা জুড়ে৷ কিন্তু তাঁর বক্তব্য, পোশাক খোলার প্রয়োজন নেই, কিন্তু অভিনেতাদের গোঁড়ামি. জড়তাগুলো ছুঁড়ে ফেলা উচিত৷ তিনি ছবি পরিচালনা করলে এ দৃশ্য এমনভাবে শুট করবেন, যাতে তা দেশের সেরা লাভমেকিং সিন হয়ে ওঠে-এমনটাই আশা প্রকাশ করেছেন ওম৷
একুশেসংবাদ.কম/এইচকেএস/২১.০৪.১৫।
Link copied!