AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ?


Ekushey Sangbad

০১:২০ পিএম, ফেব্রুয়ারি ২২, ২০১৫
দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ?

একুশে সংবাদ : সুস্থ সবল দাঁত থাকতে আমরা ক’জন বুঝি তার মর্যাদা? অনেকেই বেশ অবহেলা করি সময়মতো দাঁত ব্রাশ বা দাঁতের স্বাস্থ্য গঠন নিয়ে। দেখা যায়, প্রায় ৫৫% পূর্ণবয়স্ক মানুষের মাড়ির নানা সমস্যা বা রক্তক্ষরণ হয়। এর প্রধান কারণ হিসেবে ধরা যায়, ঘুমানোর আগে দাঁত ব্রাশ না করাকে। অনেক সময় চিকিৎসাও কষ্টের মুক্তি মেলে না। তবে কিছু উপায় অবলম্বন করে তাৎক্ষণিক উপকার পাওয়া সম্ভব। নিয়মিত ব্রাশ করা অনিয়মিত ব্রাশ করার কারণে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়। তাই নিয়মিত ব্রাশ করার অভ্যাস করা উচিৎ। ব্রাশের পাশাপাশি ফ্লস করা অত্যন্ত জরুরি। ব্রাশ করেও যেসব খাদ্যকনা বের করা সম্ভব নয়, ফ্লসের মাধ্যমে তা বের হয়। দাঁত ও মাড়ি নিয়মিত পরিষ্কার থাকলে রক্ত পড়ার হাত থেকে বাঁচা সম্ভব। লবঙ্গ লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মাড়ির রক্ত পড়া দ্রুত বন্ধ করে এবং দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। মাড়ির রক্ত পড়া রোধে দুটো লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চুষতে থাকুন। দেখবেন মাড়ির রক্ত পড়ার সমস্যা দূর হবে। লবণ পানির কুলকুচা মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে এবং মাড়ির সুরক্ষায় সব চাইতে সহজ একটি ঘরোয়া কৌশল হচ্ছে লবণ ও কুসুম গরম পানির কুলকুচা করা। একমগ কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে দিনে ৩ বার কুলকুচা করলে মাড়ির রক্ত পড়া বন্ধ হবে। অ্যালোভেরা রক্তক্ষরণ বন্ধ করতে অ্যালোভেরা জেল বের করে মাড়িতে ঘষে দিন। এরপর অ্যালোভেরার জেলটি কিছুসময় মুখে রেখে দিন। তারপর মুখ কুলি করে ধুয়ে ফেললে দেখবেন মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ফল খাওয়া আপেল, পেয়ারা, গাজর, পেঁপে মাড়ির জন্য অত্যন্ত উপকারী। এধরনের ফলমূল এবং কাঁচা সবজি খাওয়ার সময় দাঁতের মাড়ির ভেতর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। একুশে সংবাদ ডটকম/আর/২২-০২-০১৫:
Link copied!