AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অজ্ঞাত রোগের নমুনা সংগ্রহে ঠাকুরগাঁওয়ে গবেষক দল


Ekushey Sangbad

০৪:৩২ পিএম, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
অজ্ঞাত রোগের নমুনা সংগ্রহে ঠাকুরগাঁওয়ে গবেষক দল

ঠাকুরগাঁও প্রতিনিধি : গত ১৬ দিনে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অজ্ঞাত রোগে একই পরিবারের ৫ জন নিহত ও নতুন ৫ জন আক্রান্তের ঘটনায় ঢাকার একটি গবেষক দল ঠাকুরগাঁওয়ে এসে কাজ শুরু করেছে। অজ্ঞাত এ রোগটি নির্নয়ে গবেষক দল জোড়ালো ভাবেই সকল নমুনা সংগ্রহ করছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, অজ্ঞাত রোগ নির্ণয়ে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউটের ৫ সদস্য বিশিষ্ট গবেষক দলটি ঠাকুরগাঁওয়ে পৌছে এবং বুধবার সকাল থেকেই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামে গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করে। এর আগে গবেষক দলটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদের ও চিকিৎসাধীন রোগীদের নমুনা সংগ্রহ করেন। গবেষক দলের টীম লিডার ডা. মো. গাজী শাহ্ আলম সাংবাদিকদের বলেন ,আমরা ঘটনাস্থলে গিয়ে যেসব তত্ব-উপাত্ত ও নমুনা সংগ্রহ করেছি তা ঢাকায় নেয়া হবে। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে এ রোগের প্রকৃত কারণ। ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহজাহান নেওয়াজ বলেন তত্ব-উপাত্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর ৩-৭ দিনের মধ্যে রোগ সনাক্ত করা সম্ভব হবে আশা করছি। মাক্স ব্যবহার প্রসঙ্গে সিভিল সার্জন বলেন ভাইরাস অজ্ঞাত রোগের প্রকোপ এলাকায় ছড়িয়ে পড়তে পারে এমন আশংকায় গ্রামবাসীদের মাক্স ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও এ অবস্থায় ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এদিকে এ ঘটনার পরেই বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুখে মাস্ক ব্যবহার করাসহ আক্রান্ত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় । বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বলেন সাময়িকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হলেও বুধবার থেকে ক্লাস শুরু হয়েছে যথা নিয়মে। তবে আক্রান্ত এলাকার এক কিলোমিটারের মধ্যে অবাধে চলাচল না করার ওপর নির্দেশনা জারি করে মাইকিং করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় সতর্ক ভাবে চলাফেরা করতে গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি নয়াবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে তাহের আলী (৫৫) রহস্যজনকভাবে মারা যায়। এ ঘটনার ১১ দিন পর ২০ ফেব্রুয়ারি একইভাবে মারা যান জামাতা হাবিবুর রহমান (৩৫) এবং পরের দিন মারা যান তাহের আলীর স্ত্রী হোসনে আরা (৪৫)। এর দু’দিন পর ২৪ ফেব্রুয়ারি তার দুই ছেলে ইউসুফ আলী (৩০) ও মেহেদী হাসান (২৪) মারা যান। একুশে সংবাদ // এস.বাপ্পি // ২৭.০২.২০১৯
Link copied!