AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেইমারের গোলে পিএসজির জয়


Ekushey Sangbad

১০:৫৩ এএম, নভেম্বর ২৯, ২০১৮
নেইমারের গোলে পিএসজির জয়

একুশে সংবাদ : বুধবার রাতে হারলেই ছিল ছিটকে পড়ার শঙ্কা। বিপত্তির এমন দিনেই নায়ক পিএসজির সবচেয়ে দামি তারকা নেইমার। তার গোলেই ফরাসি ক্লাবটি লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ দুষেছেন রেফারিকে। রেফারি নাকি বেশ কিছু বাজে সিদ্ধান্ত দিয়েছে মাঠে। সে যা-ই হোক। শুরু থেকেই বলের দখল নিয়ে খেলেছে লিভারপুল। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল ক্লপের শিষ্যরা। কিন্তু ম্যাচের ১৩তম মিনিটে হঠাৎই কী যেন হলো! ভার্গিল ফন ডিক বল ক্লিয়ার করতে গিয়েই ঝামেলাটা পাকান। ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বল চলে হুয়ান বার্নাতের কাছে। বার্নাতের নেওয়া শট দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করতে পারেননি লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। এর আগেই অবশ্য গোলের দেখা পেয়ে যেত স্বাগতিকেরা। প্রথমবার ডি মারিয়ার শট আটকে দেন অ্যালিসন। জাতীয় দলের সতীর্থ নেইমারের শট রুখে ইংলিশ ক্লাবকে রক্ষা করেন লিভারপুলের ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। টমাস টুখেল আজকের ম্যাচের গোলের দায়িত্ব দেন কাভানির কাঁধে। যদিও শেষ দিকে এসে ফর্মেশন পাল্টে ওপরে তুলে আনেন নেইমারকেও। ম্যাচের ৩৭ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার-এমবাপ্পে-কাভানিরা। এমবাপ্পের বাড়ানো বলে পা ছোঁয়ান কাভানি। সেটা কোনোমতে ঠেকান অ্যালিসন। বল পেয়ে যান পিএসজির পোস্টার বয় খ্যাত নেইমার। সহজেই বলের গায়ে ঠিকানা লিখে দেন সাবেক এই বার্সা তারকা। চ্যাম্পিয়নস লিগে এটি নেইমারের ৩১তম গোল। এই গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ডের খাতায় নাম লেখালেন নেইমার। চ্যাম্পিয়নস লিগে কোনো ব্রাজিলিয়ানের এটাই সর্বোচ্চ গোল। রেকর্ডটির আগের মালিক ছিলেন কাকা (৩০ গোল), রিভালদো (২৭ গোল)। প্রথমার্ধেই গোল ব্যবধান কমায় অতিথিরা। লিভারপুলের মানেকে ফাউল করে বসেন ডি মারিয়া। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান জেমস মিলনার। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় সালাহর দল। একুশে সংবাদ // এস.ক.ক // ২৯.১১.২০১৮
Link copied!