AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে পিকআপ চাপায় প্রবাসী ও বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত


Ekushey Sangbad

১০:৫৭ এএম, আগস্ট ১৪, ২০১৮
শ্রীপুরে পিকআপ চাপায় প্রবাসী ও বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হামীম ডেনিম মিলস্ নামের কারখানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে পিক আপের চাপায় মাহবুব হাসান (৩০) নামের একজন নিহত হয়েছে। অপরদিকে, উপজেলার বাউনি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে, সে নুর মোহাম্মদের ছেলে। এসময় তাঁর মা জোসনা বেগম আহত হয়েছে। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নিহত মাহবুব হাসান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। সোমবার ছয়টার দিকে মাহবুব হাসান একটি মোটর সাইকেল চালিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। হা-মীম ডেনিম কারখানার সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে সে পড়ে যায়। পরে ময়মনসিংহ থেকে দ্রুত ঢাকাগামী অপর একটি পিক-আপ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় আনা হয়েছে। পিক আপ আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনেরা জানায়, মাহবুব হাসানের সাথে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের ফাহিমা আক্তারের সাথে সাত দিন আগে বিয়ে হয়। সে মোটরসাইকেলে করে শ্বশুড়বাড়ি যাচ্ছিল। সে মালয়েশিয়া ফেরত প্রবাসী, দুই মাস আগে সে মালয়েশিয়া থেকে দেশে আসে। অপরদিকে, নিহতের পিতার বরাত দিয়ে গোসিঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য তাজউদ্দিন আহমেদ জানান, বাড়ির বিদ্যুৎ সংযোগের তারের মাধ্যমে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। পরে বেলা সাড়ে এগারটার দিকে ঘরে থাকা এক নারী বিদ্যুৎস্পৃষ্টে হয়। এসময় শিশুটির মা শিশুকে সাথে নিয়ে মাঠে গরু চরাচ্ছিলেন। আহত নারীর চিৎকার শুনে শিশুটির মা শিশুকে সাথে নিয়ে বাঁচাতে এলে সন্তানসহ উভয়েই বিদ্যুৎপৃষ্ট হন। এ ঘটনায় স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু আলী হোসেন মারা যায়। তবে তাঁর মাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। একুশে সংবাদ // এস.সানি // ১৪.০৮.২০১৮
Link copied!