AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সামান্য স্বাস্থ্য সচেতনতায় এড়ানো যায় মৃত্যুঝুঁকি


Ekushey Sangbad

০১:২১ এএম, মে ২০, ২০১৭
সামান্য স্বাস্থ্য সচেতনতায় এড়ানো যায় মৃত্যুঝুঁকি

একুশে সংবাদ : স্বাস্থ্যগত অসতর্কতার কারণে প্রাণ হারান অনেক মানুষ। সামান্য স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করলে সহজেই মৃত্যুর ঝুঁকি এড়ানো যায়। আসুন জেনে নেই, কি স্বাস্থ্যগত সতর্কতা? যা অবলম্বন করলে মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব- স্থূল বা দেহের অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন থাকলেও অনেকেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। কিন্তু হঠাৎ করেই তারা বড় সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই তাদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। এতে হঠাৎ আসা কোনো স্বাস্থ্যগত বিপদ নির্ণয় করা সম্ভব, যা তাদের জীবন বাঁচাতে পারে। চিকিৎসকরা বলছেন, আপনার ওজন যদি বেশি হয় তাহলে রক্তচাপ নিয়মিত পরীক্ষা করতে হবে। টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকায় এ বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখতে হবে। এছাড়া কোলস্টেরলও পরীক্ষা করা প্রয়োজন। গর্ভবতী নারীদের বাড়তি সতর্কতা গর্ভবতী নারীদের নিয়মিত চেকআপ করা প্রয়োজন। এক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যগত সুবিধা-অসুবিধা নির্ণয় করা প্রয়োজন। এছাড়া নিয়মিত ওষুধ ও পথ্য এবং প্রয়োজনীয় পুষ্টিগুণসম্মন্ন খাবার খাওয়ার মাধ্যমে গর্ভবতী নারীদের ঝুঁকি কমানো সম্ভব। তাদের হেপাটাইটিস বি, ডায়াবেটিস ইত্যাদিও নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। ধূমপায়ী ও সাবেক ধূমপায়ীদের ঝুঁকি ধূমপায়ী ও যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের উভয়েরই কিছু রোগের ঝুঁকি বেশি থাকে। তাই এ ধরনের লোকদের অকালমৃত্যু রোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। এক্ষেত্রে তাদের ফুসফুসের ক্যান্সার ও অ্যাজমার মতো শ্বাসতন্ত্রের রোগের পরীক্ষা নিয়মিত করা উচিত। যারা নিয়মিত ধূমপান করেন তাদের ক্ষেত্রে এটি যেমন প্রযোজ্য তেমন যারা গত ১৫ বছরের মধ্যে ধূমপান ছেড়েছেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। বয়স্ক ব্যক্তিদের নিয়মিত চেকআপ বয়স বাড়লে বিভিন্ন রোগের ঝুঁকি এমনিতেই বেড়ে যায়। আর এসব রোগের ঝুঁকি থেকে বাঁচতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। এ চেকআপ শুরু করা প্রয়োজন ৪০ বছর বয়স থেকেই। এছাড়া ৬০ বছর বয়স পার হলে বিভিন্ন রোগে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। তাই এ বয়সে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ৫০ বছর বয়স পার হলে কলোরেকটাল ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার পরীক্ষা করা উচিত। একুশে সংবাদ // পপি // বিবা // ২০.০৫.১৭
Link copied!