AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার, ৩ আসামী গ্রেফতার


Ekushey Sangbad

০৭:৪২ পিএম, অক্টোবর ১৪, ২০১৬
গাজীপুরে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার, ৩ আসামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: নিখোঁজের সাত দিন পর গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকার রাজেন্দ্র ইকো রিসোর্ট এলাকার থেকে মনিরুজ্জামান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার ও তিন আসামীকে গ্রেফতারের বিষয়ে আজ শুক্রবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো: হারুন অর-রশিদ পিপিএম, বিপিএম নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ সংবাদ কর্মীদের জানিয়েছেন। রাজেন্দ্র ইকো রিসোর্টের খাবার সরবরাহকারী মনিরুজ্জামান ৬ অক্টোবর সদর উপজেলার পিঙ্গাইল এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ মনিরুজ্জামানের ভাই কাওসার আহম্মেদ গাজীপুরের পুলিশ সুপারকে অবগত করেন। পরে বিষয়টি গোয়েন্দা পুলিশের এস আই নূর মোহাম্মদ তদন্ত শুরুকরে। নিখোঁজ মনিরুজ্জামানের মোবাইল ফোনের সুত্র ধরে লিটন চন্দ্র বর্মন (১৯) ও প্রদীপ বাবু (১৯) নামে দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পিঙ্গাইলস্থ রাজেন্দ্র ইকো রিসোট্রের কাছ থেকে মনিরুজ্জামানের লাশ, তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল উদ্ধার করে। আটক দুই আসামীর তথ্য মতে প্রদীপ বর্মন নামে আরো যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, আসামীরা ছিনতাইকালে মনিরুজ্জামানকে হত্যা করার পর গজারী বনে লাশ গোপন করার চেষ্টা করে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় হত্যামামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। একুশে সংবাদ ডটকম//এমএ//১৪-১০-২০১৬
Link copied!