AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হৃতিক এখন আদর্শ


Ekushey Sangbad

০১:৫৭ পিএম, আগস্ট ১৬, ২০১৬
হৃতিক এখন আদর্শ

একুশে :  সংবাদ ধূমপানের অভ্যাস আছে অনেক অভিনেতার। কিন্তু সুপারস্টার হৃতিক রোশন কয়েক বছর আগেই এই বদভ্যাস ত্যাগ করেছেন। এখন অধূমপায়ী হিসেবে জীবনকে উপভোগ করছেন তিনি। তার দাবি, সিগারেট হলো চরম অনিষ্টকারী শিল্পজাত। যারা ধূমপান ছাড়তে চান তাদের কাছে রোল মডেল হতে পারেন ৪২ বছর বয়সী এই তারকা। নিজের নতুন ছবি ‘মহেঞ্জোদারো’র প্রচারণার সময় বার্তা সংস্থা আইএএনএসকে হৃতিক বলেন, ‘দৃঢ়ভাবে বিশ্বাস করি, পৃথিবীতে বিক্রি হয় এমন শিল্পজাতের মধ্যে সবচেয়ে খারাপ হলো সিগারেট। এর কোনো অস্তিত্ব থাকা উচিত নয়। ধূমপানবিরোধীরা যেরকম উদ্বিগ্ন তাতে বুঝতে পারছি না এটা সঠিক উপায় কি-না।’ ‘ব্যাং ব্যাং’ তারকা আরও বলেন, ‘আমার মনে হয়, একজন রোল মডেল প্রয়োজন যিনি অধূমপায়ী হওয়ার আনন্দ তুলে ধরতে পারবেন। যেমন আমার মতো একজন। যাদের ধূমপান ছাড়তে বেগ পেতে হয়েছে এবং এখন অধূমপায়ী হিসেবে জীবনকে উপভোগ করছেন এমন মানুষদের প্রতীক হতে পারলে ভালো লাগবে আমার। ধূমপানের অপকারিতা বিশ্বাস করানো ও মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে এটি সুদূরপ্রসারী পন্থা হবে।’ সিন্ধু সভ্যতার প্রাণকেন্দ্র মহেঞ্জোদারোর প্রেক্ষাপটে নির্মিত হৃতিকের নতুন ছবিতে রয়েছে অ্যাডভেঞ্চার-প্রেম। ঐতিহাসিক বিষয় নিয়ে ছবিতে চুল পরিমাণ ভুল থাকলেও সবাই ধুয়ে দেয়! আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় এতে চুক্তিবদ্ধ হওয়ার আগে সংশয় কাজ করেছে কি-না জানতে চাইলে হৃতিক বলেন, ‘অন্য যে কোনো নির্মাতা হলে উদ্বিগ্ন হতাম। কিন্তু আশুতোষ বলে নিশ্চিন্ত থাকি। এ বিষয়ের প্রতি তার ঝোঁকের কথা জানি। গবেষণাধর্মী কাজ করতে তার ভালো লাগে। ইতিহাস নির্ভর কিছু হলে সব তথ্য ঠিকঠাক আছে কি-না সেদিকে অনেক সময় দেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে।’ কয়েক বছর আগে আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘যোধা আকবর’-এ অভিনয় করেছেন হৃতিক। পরিচালক ছাড়া ‘মহেঞ্জোদারো’তে নিজের সহশিল্পী পূজা হেগড়েরও প্রশংসা করেছেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)। দক্ষিণী ছবি ‘মুকুন্দ’ ও ‘মুগামুদি’র জন্য পরিচিতি আছে এই নায়িকার। পূজাকে নিয়ে হৃতিক বলেন, ‘তার স্ক্রিন টেস্ট দেখে দারুণ লেগেছে। চানি চরিত্রটির আবেগ ফুটিয়ে তুলতে পারবে এমন একটি মুখ দরকার ছিলো। প্রতিষ্ঠিত নয় এমন একজনের মধ্যে সেটা পেয়ে আমরা খুশি হয়েছি। এতে একঘেঁয়েমিও কাটবে, সেই সঙ্গে অনেক কিছু যোগও হবে ছবিতে।’ পূজার মতো হৃতিকও দক্ষিণী ছবিতে কাজ করবেন কি-না জানতে চাইলে হৃতিক বলেন, ‘হয়তো। জানি না। তারা যে পন্থায় ছবি বানায় তাতে তারিফ না করে পারছি না। তাদের ছাঁচ থেকে অনেক কিছু শেখার আছে। ওইসব ছবির ভক্ত আমি।’ বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো না পেয়ার হ্যায়’ ও ‘কৃষ’ সিরিজের ছবিগুলোতে অভিনয় করেছেন হৃতিক। বাবার মতো কখনও ছবি পরিচালনা বা প্রযোজনা করবেন কি-না প্রশ্নের উত্তরে হৃতিক বলেন, ‘না। ভয় পাই তার কাজ দেখে।’ এদিকে গত ১২ আগস্ট অক্ষয় কুমারের ‘রুস্তম’-এর সঙ্গে একই দিন মুক্তি পেয়েছে হৃতিক রোশনের ‘মহেঞ্জোদারো’। মু্ক্তির আগে ‘মহেঞ্জোদারো’তে অনেক খুঁত থাকার ধারণা করা হলেও এখন সবাই এর প্রশংসা করছেন, হৃতিককেও অভিনন্দন জানাচ্ছেন সবাই। অভিনেতা অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, ফারহান আখতার, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান শুভেচ্ছা জানান তাকে।   একুশে সংবাদ ডটকম  //  এম//  ১৬.০৮.১৬
Link copied!