AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চা বাগান থেকে সরকারি রাজস্ব আদায় আরও বাড়ানো হবে: ভূমি মন্ত্রী


Ekushey Sangbad

০৪:১৯ পিএম, এপ্রিল ২০, ২০১৬
চা বাগান থেকে সরকারি রাজস্ব আদায় আরও বাড়ানো হবে: ভূমি মন্ত্রী

মৌলভীবাজার: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন চাবাগান থেকে আশানুরূপ রাজস্ব সরকার পাচ্ছে না। তিনি সংশ্লিষ্টদের চা বাগান থেকে রাজস্ব আদায়ে আরও সোচ্চার হওয়ার নির্দেশ দেন। এছাড়া তিনি মৌলভী বাজারে চা নিলাম সেন্টার স্থাপনে চা বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ করে এর সুরাহা করার বিষয়ে মত প্রকাশ করেন। আজ বুধবার দুপুরে মৌলভী বাজার সার্কিট হাউজ অডিটোরিয়ামে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, সারাদেশে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে প্রযুক্তি সম্পন্ন ডিজিটালাইজড পদ্ধতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিগত এক বছরে সারাদেশে ১০টি আধুনিক হাইটেক ও আইটি পার্ক গড়ে তোলার জন্য খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারি মহাপরিকল্পনার অংশ হিসেবে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশী বিনিয়োগে নতুন প্রবাহ সৃষ্টি হবে এবং এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) স্থাপনের জন্য খাস জমি বরাদ্দ দেয়া হয়েছে। মৌলভীবাজার শেরপুরে অর্থনৈতিক অঞ্চল (বেজা) স্থাপনে ইতোমধ্যে আমরা ৩০০ একর জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন করেছি। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে মানুষের জীবন যাত্রার মান আরও উন্নত হবে। এ সমস্ত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে দেশের ব্যাপক উন্নয়ন ঘটবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়া স্বার্থক হবে এবং দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার ১ আসনের এম.পি. সাহাবুদ্দিন আহমেদ, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর স্ত্রী এম.পি. সৈয়দা সায়রা মহসিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন, এডভোকেট মিজবাহউদ্দিন সিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী মৌলভীবাজার সদর পৌর জন মিলনায়তনে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলী স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। একুশে সংবাদ /এস/২০-০৪-১৬
Link copied!