AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীদের গোপন সমস্যা দূর করবে নতুন অন্তর্বাস


Ekushey Sangbad

০৪:২৩ পিএম, আগস্ট ১২, ২০১৫
নারীদের গোপন সমস্যা দূর করবে নতুন অন্তর্বাস

একুশে সংবাদ : পিরিয়ডের সময় অধিকাংশ মহিলাই দাগ লাগার ভয়ে এবং শারীরিক অস্বস্তির জন্য ঘরের বাইরে পা দেন না। কিন্তু আধুনিক ব্যস্ততার দিনে মহিলাদেরও বাড়িতে বসে থাকার সুযোগ নেই। ফলে বাজার চলতি স্যানিটারি ন্যাপকিন কিংবা ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্যাড ব্যবহার করে তাঁদের ছুটতে হয় কর্মক্ষেত্রে। প্যাডের দাম অনেক। তাছাড়া বারবার প্যাড বদলানো একটা সমস্যা।   আর এই সব সমস্যাকে মাথায় রেখেই এবার বাজারে আসছে নতুন ধরনের অন্তর্বাস। এই অন্তর্বাস পরলে প্যাড ব্যবহার করতে হবে না। সাতটি প্যান্টির এই কম্বো প্যাকটি বাজারে এনেছেন ‘থিংস’ এর সিইও। তিনি জানিয়েছেন, মহিলাদের সার্বিক সুরক্ষা এবং সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   এর আগেই এই একই উদ্দেশ্যে বাজারে এসেছিল ট্যামপন। কিন্তু এটি ব্যয় সাপেক্ষ। ফলে অধিকাংশ মহিলার পক্ষেই এটি নিয়মিত ব্যবহার করা সম্ভব নয়।   নতুন ধরনের প্যান্টি এর থেকেও আধুনিক এবং কম দামের। অন্তত এমনটাই দাবি ‘থিংস’-এর। এই কম্বো প্যাকটিতে সাতটি প্যান্টি থাকবে। ভারী ও হাল্কা ফ্লোয়ের জন্য ভাগ করা রয়েছে প্যান্টিগুলি। এগুলি দুবছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এই প্যাকটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৩-১৪ হাজার রুপি। একবার কিনে নিলে দু’বছর আর পিরিয়ডের সময় অন্য কিছু ব্যবহার করতে হবে না। শুধু তাই নয় এটি আপনার জামা কাপড়কেও নষ্ট হতে দেবে না।   ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মহিলাদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে বলে জানা যায়।     একুশে সংবাদ ডটকম/এসএস/১২.০৮.০১৫
Link copied!