AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবোলা প্রতিষেধক সফলতা


Ekushey Sangbad

১২:১১ পিএম, আগস্ট ১, ২০১৫
ইবোলা প্রতিষেধক সফলতা

একুশে সংবাদ : ইবোলা প্রতিরোধে সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। একটি প্রতিষেধকের এই পরীক্ষায় সফলতাও মিলেছে শতভাগ। বিশেষজ্ঞরা জানান, ইবোলার দিন এবার শেষ এসেছে। দ্য লানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) বলেছে, ভ্যাক্সিনটি যথাযথ কাজ করলে পৃথিবী থেকে ইবোলার বিদায় নিতে আর বেশি দেরি নেই। প্রতিবেদনে জানানো হয়, ইবোলা মহামারীতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা যাওয়ার ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে। তাই এখানেই পরীক্ষা চালানো হয়েছে ‘ভিএসভি-জেডইবিওভি’ নামের ওই প্রতিষেধকের। আর এতে দারুন সফলতা পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গিনিতে অত্যন্ত ঝুঁকিতে থাকা ৪ হাজার ১২৩ জনকে প্রতিষেধকটি দেয়া হয়। এদের কেউই ইবোলা ভাইরাসে আক্রান্ত হননি। এছাড়া ইবোলা আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছে এমন ৩ হাজার ৫২৮ জনকেও প্রতিষেধক দেয়া হয়। এদের মধ্যে ১৬ জন পরবর্তীতে ইবোলা আক্রান্ত বলে ধরা পড়ে। বাকিরা ঝুঁকিমুক্ত বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। ডব্লিউএইচও’র প্রধান মার্গারেট চ্যান বলেছেন, মানবতার প্রয়োজনে এটা সত্যিকার অর্থেই দারুন অগ্রগতি। এমন একটি কার্যকর প্রতিষেধক বর্তমান ও ভবিষ্যতের ইবোলা মহামারী প্রতিহত করতে দারুন ভূমিকা রাখবে। ডব্লিউএইচও’র হিসাবে, গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় প্রায় ২৮ হাজার মানুষ ইবোলা আক্রান্ত হয়েছে এবারের মহামারীতে। এদের মধ্যে ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত প্রতিকারের ওষুধ আবিষ্কার না হওয়া ইবোলা মোকাবেলায় ‘ভিএসভি-জেডইবিওভি’-ই প্রথম নিবন্ধিত প্রতিষেধক হতে চলেছে।     একুশে সংবাদ ডটকম/শান্ত/০১.০৮.০১৫
Link copied!