AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নদীতে ডুব দিলে মানুষ কঙ্কাল হয়ে যায় !


Ekushey Sangbad

০১:৪৩ পিএম, জুলাই ৩, ২০১৫
নদীতে ডুব দিলে মানুষ কঙ্কাল হয়ে যায় !

একুশে সংবাদ : নদীর পাড়ের লোকজন সাধারণত নদীতেই গোসল করে। নদীতে গোসল করা বা সাঁতার কাটা সত্যিই অন্যরকম। কিন্তু সেই নদী যদি হয় অগ্নিগর্ভা তাতে তো পুড়েই কঙ্কালসার। অবাক করা হলেও সত্যি, স্পেনে এমন একটি নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে আপনাকে। রিও টিনটো নামের নদীটি অত্যন্ত ভয়ানক।     এ নদীর কারণেই দেশটির অনেক গ্রাম স্থানান্তর করতে হয়েছে। নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীর উৎস আন্দালুসিয়া পর্বতে। নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে। প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে, এর আশপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টিনন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন। স্পেনের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন।     সূত্র : হট ট্রেন্ড । একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০৩/০৭/১৫
Link copied!