AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩৬ পিএম, ৮ মার্চ, ২০২৫
বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর আবার আন্তর্জাতিক ম্যাচে ফিরছে টাইগাররা। শনিবার (৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে তারা।  

সফরের প্রথম পাঁচদিন বিশ্রাম ও অনুশীলনের পর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে। সিরিজ শেষ করে ৩ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল।

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে অভিষেকের পর এবারই প্রথম মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। বিসিবি এবারও মিরপুরকে বাদ দিয়ে দুই টেস্টের সিরিজ আয়োজন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কথা মাথায় রেখেই মিরপুরে কোনো টেস্ট রাখা হয়নি।

গত বছর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততার কারণে টেস্ট সিরিজটি বাতিল করা হয়েছিল। এবার সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!