চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে লড়াই করে দলকে এগিয়ে নিচ্ছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে লাল সবুজেরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৮ রান। তাওহীদ হৃদয় ৪৬ রান এবং জাকের আলী ৪৭ রানে ব্যাট করছেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের ষষ্ঠ বলেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। ২ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন শান্ত। এতে ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরতে পারেনি মেহেদী হাসান মিরাজও। ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন ওপেনার তানজিদ তামিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি।
নবম ওভারের দ্বিতীয় বলে কট আউট হন তামিম। পরের বলে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ডাক আউট করে নিজের জোড়া উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। এতে দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর জাকেরকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে টাইগাররা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :