AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার কতদিনের জন্য মাঠের বাইরে নেইমার?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৪ পিএম, ৭ নভেম্বর, ২০২৪

এবার কতদিনের জন্য মাঠের বাইরে নেইমার?

সম্প্রতি ৩৬৯ দিন পর ফুটবলে ফিরেছিলেন নেইমার। গত ২১ অক্টোবর মাঠে ফেরেন। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলাল জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ৩২ বর্ষী ফুটবলারকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এ প্রসঙ্গে আল হিলালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে (মাঠে ফিরতে) ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজের চোট নিয়ে সবাইকে অবহিত করার জন্য গত সোমবার (৪ নভেম্বর) পোস্ট দিয়েছিলেন। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আশা করি খুব বেশি গুরুতর কিছু হয়নি। এক বছর খেলার বাইরে থাকার পর (খেলায় ফিরলে) এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আমাকে আগেই সতর্ক করেছিলেন। তাই আমাকে সতর্ক থাকতে হবে এবং আরো অনেক মিনিট খেলতে হবে।’

তবে ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের এবারের চোটটাও গুরুতর। দলটির কোচ জর্জ জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে (নেইমার) মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’

সৌদি প্রো লিগে এখনো তার নিবন্ধিত হয়নি। আগামী জানুয়ারির আগে নিবন্ধনের সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রো লিগের ম্যাচে তাকে দেখা যাবে না। সেটি নিয়েও অবশ্য জেগেছে সংশয়। আবার চোটে পড়ায় আল হিলালে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত। পিএসজি থেকে গত বছর সৌদি ক্লাবটিতে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ।

আল হিলালের সঙ্গে তার আগামী বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে। সৌদি সাংবাদিক ওয়ালিদ আল-ফারাজ বলছেন, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ আল-হিলালের। তবে তার আগেই ক্লাবটি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে বিক্রি করতে পারে। এক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ৯০ মিলিয়ন ইউরোও নেইমারকে দিতে প্রস্তুত আল-হিলাল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!