AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোলোগনার বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১২ এএম, ৩ অক্টোবর, ২০২৪
বোলোগনার বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল

ইতালিয়ান ক্লাব বোলোগনার বিপক্ষে গোল করার পাশাপাশি করিয়ে রেকর্ডে নাম লিখিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। বুধবার (২ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সালাহর নৈপুণ্যে দলটির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে অলরেডরা।

ম্যাচের ১১তম মিনিটে লিভারপুলকে লিড এনে দেন ম্যাক অ্যালিস্টার। সালাহর বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন তিনি। লিভারপুলকে লিড এনে দিয়ে একটি রেকর্ডে নাম লেখালেন অ্যালিস্টার। অলরেডদের জার্সিতে কোনো আর্জেন্টাইনের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল এটি।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ম্যাচের ৭৫তম মিনিটে লিভারপুলকে দ্বিতীয় গোলের উল্লাসে মাতান সালাহ। ডমিনিক সোবোসলাইয়ের পাস থেকে গোল করে রেকর্ডে নাম লেখান সালাহও। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে সালাহর এটি টানা পঞ্চম ম্যাচে গোল।

লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারো নেই।

এদিকে সালাহ তার একমাত্র গোলটিতে গড়েছেন আফ্রিকান রেকর্ডও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ গোল এখন সালাহর। ৪৪ গোল করা চেলসি তারকা দিদিয়ের দ্রগবাকে টপকে গেছেন মিশরীয় এই তারকা।

এদিকে জার্মানি থেকে জয় নিয়ে ফিরেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। রেড বুল অ্যারেনায় নাটকীয় ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারায় তুরিনের বুড়িরা। ৩০ ও ৬৫ মিনিটে গোল করে লাইপজিগকে দুই দফায় এগিয়ে দেন বেঞ্জামিন সেসকো।

৫০ ও ৬৮ মিনিটে দুটি গোল শোধ করে দেন জুভেন্টাসের ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ। ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের গোলরক্ষক ডি জর্জিনিও। তবে দশজনের দলটিই ৮২ মিনিটে ফ্রান্সিসকো কনসিসাওর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!