AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংল্যান্ডের কোচ হওয়াটা যে কারও জন্যই রোমাঞ্চকর: সাঙ্গাকারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০১ পিএম, ৪ আগস্ট, ২০২৪
ইংল্যান্ডের কোচ হওয়াটা যে কারও জন্যই রোমাঞ্চকর: সাঙ্গাকারা

সম্প্রতি ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের কোচের পদ ছাড়েন  ম্যাথু মট। ফলে ইংলিশদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ এখন শূন্য। মটের উত্তরসূরি হিসেবে ইংলিশদের কোচের হবার তালিকায় নাম আছে- শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং ইংল্যান্ডের সাবেক তিন ক্রিকেটার এন্ড্রু ফ্লিনটফ, জোনাথন ট্রট ও ইয়োইর মরগানের। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হওয়াটা রোমাঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন  সাঙ্গাকারা।

২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরমেন্স করে ইংল্যান্ড। দশ দলের টুর্নামেন্টে সপ্তম হয় ইংলিশরা। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় তারা। দলের বাজে পারফরমেন্সের দায় কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান মট। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সহকারী কোচ ও সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক।

তবে এর মাঝেই ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ খোঁজার কাজ চালিয়ে যাবে ইংল্যান্ড। দেশটির ক্রিকেট পরিচালক রব কি জানান, অবিলম্বে পূর্ণকালীন মেয়াদে কোচ খোঁজার কাজ শুরু  হবে।

প্রাথমিকভাবে গুঞ্জন উঠে ইংল্যান্ডের পরবতী কোচ হবার দৌঁড়ে অনেকের সাথে নাম আছে সাঙ্গাকারার। ইংল্যান্ডের কোচ হতে কতটা আগ্রহী, এন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে সাঙ্গা বলেন, ‘জানি, (নতুন কোচ হবার তালিকায় আমার নাম) নাম আছে। কিন্তু আমাকে প্রস্তাব দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হতে পারাটা যে কারও জন্য রোমাঞ্চকর হবে। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছে। আমি মনে করি, ম্যাথু মট ভালো কাজ করেছে।’

মট দায়িত্ব ছাড়লেও, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে জশ বাটলার থাকছেন। বাটলার থাকায় খুশি সাঙ্গাকারা, ‘অধিনায়কের ভূমিকায় থাকছেন বাটলার। এটা দারুণ ব্যাপার। যে অবস্থায় আছে তার দল আছে বা আগে ছিল এবং ভবিষত কি হবে, তা নির্ধারণের জন্য এটাই সঠিক সময়।’

রব কি’র প্রশংসাও করেছেন সাঙ্গাকারা, ‘আমি মনে করি, ইংল্যান্ডের সিদ্ধান্তগুলো সম্পূর্ণ সঠিক থাকে। আমি সত্যিই কি’র নেতৃত্ব পছন্দ করি কারন, ইংল্যান্ডের লক্ষ্য পূরণের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করেন তিনি।’

একুশে সংবাদ/ এস কে  

 

Link copied!