AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটাররা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৯ পিএম, ২৩ মার্চ, ২০২৪
মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটাররা

জাতীয় দলের হয়ে শেষ কিছু মাস রানের পর রান দিয়ে গেলেও ঠিকমতো উইকেটের দেখা পাননি মুস্তাফিজ। হতাশ করেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে। সব হতাশা কাটিয়ে দুর্দান্ত এক স্পেল দিয়েই ফের আলোচনায় তিনি।আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে নিজের চার ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নেন মুস্তাফিজ। চেন্নাইয়ের জয়ে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরা। তাইতো ক্রিকেট বিশ্বে চলছে মুস্তাফিজকে নিয়ে আলোচনা। 

টাইগার এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে, রবিন উথাপ্পা ও বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান।চেন্নাই অধিনায়ক মুস্তাফিজের ওভারকে ম্যাচের টার্নিং পয়েন্ট উল্লেখ করে বলেন, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্যি বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’

ইরফান পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’

কুম্বলে বলেন, ‘মুস্তাফিজের পেস বৈচিত্র্যের কথাও আমাদের মাথায় রাখতে হবে। ব্যাটাররা মনে হয় না তার গতির সঙ্গে তাল মেলাতে পেরেছে। বাঁহাতি পেসার হিসেবে সে ইউনিক একজন বোলার। ফাফ ডু প্লেসির বিরুদ্ধে সে ভালো ফিল্ডিং সেট করে ভালো জায়গায় বল করেছে। দারুণ বোলিং করেছে মুস্তাফিজুর।’

রবিন উথাপ্পা বলেন, ‘বাঁহাতি পেসারকে আপনি সবসময় একাদশে রাখতে চাইবেন। গত কয়েক বছর মুস্তাফিজ আইপিএলে নিজের সেরাটা দিতে পারেনি। কিন্তু কোনো ক্রিকেটার যখন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়ায় তখন তাদের সেরাটা বেরিয়ে আসে। তার কবজির পজিশনটি কিছুটা বিভ্রান্তি ধরিয়ে দেওয়ার মত।’

একুশে সংবাদ/এস কে

Link copied!