AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেশাদার বক্সিং কর্মশালা সম্পন্ন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
পেশাদার বক্সিং কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে দেশে প্রফেশনাল বক্সিংয়ের বর্তমান অবস্থা, বিশ্ব পরিমণ্ডলে সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভবনের ডাচ্-বাংলা অডিটোরিয়ামে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। বিএসপিএ নির্বাহী কমিটির সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি কাজী শহীদুল আলম। বিএসপিএর সদস্য ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদমাধ্যমের ৫০-এর অধিক ক্রীড়াসাংবাদিক ওয়ার্কশপে অংশ নেন।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন, যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্বআসরে তারা নিজেদের পাশাপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমসহ সরকারি সহায়তা পেলে ২০৩০ সালের পর ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে বাংলাদেশি বক্সাররা শীর্ষে থাকবেন।


একুশে সংবাদ/এস কে

 

Link copied!