`নতুন বই সবাই নেব, লেখা পড়ায় মন দেব` এই স্লোগান সামনে রেখে শাহজাদপুরে বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস ছালেক, ইন্সট্রাক্টর ইউআরসি অফিসার আয়েশা আক্তার। প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়ায় ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

