বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় আগামী ২০-২৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘বিজয় দিবস জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২৩` এর আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মো: মোতাহার হোসেন (সাজু), সহ-সভাপতি জনাব নেয়াজ আহমেদ, টুর্নামেন্ট ডারেক্টর ও সহ-সভাপতি জনাব মো: মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার (সিআইপি), কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ, নির্বাহী সদস্য জনাব মাহাবুব মোর্শেদ শামিম, টুর্নামেন্ট রেফারী ও নির্বাহী সদস্য জনাব আহমেদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সসহ, বিকেএসপি, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব হতে বালক/বালিকা অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বছর গ্রুপে ৫০ জন খেলোয়াড় প্রিতিদ্বন্দ্বিতা করছে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

