শনিবার ওল্ড ট্রাফোর্ডে এফসি বোর্নমাউথের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে বোর্নমাউথের কাছে রীতিমতো উড়ে গেছে রেড ডেভিলরা, হেরেছে ০-৩ ব্যবধানে।
ব্যবধানটা আরো বড় হতো। যদি না ম্যাচের অতিরিক্ত সময়ে পাওয়া বোর্নমাউথের গোলটা প্রযুক্তির কল্যাণে বাতিল না হতো। যেখানে ম্যাচের ৫ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
এ সময় ডমিনিক সোলাঙ্কি গোল করে বোর্নমাউথকে এগিয়ে নেন। এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেন ব্রুনো ফার্নান্দেজরা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের জালের খোঁজে থাকলেও উল্টো ৬৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ইউনাইটেড।
এবার স্কোর করেন ফিলিপ বিলিং। ৫ মিনিট পরেই তৃতীয় গোলটি খেয়ে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। জাল খুঁজে নেন মার্কাস সেন্সি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ‘রেড ডেভিল’ খ্যাত দলটি।
একুশে সংবাদ/এস কে