বিশ্বকাপের জার্সি উন্মোচন আর দল ঘোষণা এক সাথে একই দিন প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (মঙ্গলবার) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকাল (বুধবার)। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে ইতোমধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের দল।
এদিন নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
অথচ এর আগেই যেন নাটকীয়তার সর্বোচ্চটা মঞ্চস্থ হলো বাংলাদেশে। সব নাটকীয়তার অবসান ঘটল ২৬ সেপ্টেম্বর বিকেলে। যেখানে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিম ইকবালের আচমকা অবসর কাণ্ডের পর এশিয়া কাপের আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। সোমবার হঠাৎ গুঞ্জন, বিশ্বকাপে নেতৃত্ব দিতে চান না তিনি। তবে তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছে।দল ঘোষণার আগে সবার চিন্তা ছিল তামিমকে ঘিরে। চট্টগ্রামের এই ওপেনারকে ছাড়াই বিশ্বকাপের বিমানে উঠবে বাংলাদেশ। বাকি সব জায়গায় মোটামুটি আগে থেকে ধারণা করা ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন।
ভিডিওতে নিজেদের জার্সি বের করে এনেছেন ক্রিকেটাররাই। সেইসঙ্গে জানিয়েছেন নিজেদের অনুভূতির কথাও। আর তাতে বেশ হাসিখুশিই দেখা গেল দলের ক্রিকেটারদের।

বাক্সবন্দী বিশ্বকাপ জার্সি সবার আগে হাতে পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এক অর্থে জার্সি সবার সামনে এনেছেন টাইগার অধিনায়কই।
জার্সি পরিহিত সাকিব বললেন, ‘আমি সাকিব আল হাসান। পঞ্চমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো আমি।
তার মতো অনেকটা একই অনুভূতি আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের, ‘আমি বাংলাদেশকে আগামী বিশ্বকাপে পঞ্চমবারের মতো প্রতিনিধিত্ব করবো ইন শা আল্লাহ। আমাদের দোয়া করুন, সঙ্গে থাকুন।’
লিটন দাস বলেন, ‘দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্তর অনুভূতি, ‘বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছি।’
তাওহীদ হৃদয়ের ভাষ্য, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ হবে। চলো বাংলাদেশ।’
দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত।’
পেস বিভাগের হয়ে তাসকিন আহমেদ এক লাইনে বলেছেন, ‘বিশ্বকাপে গর্জন করা যাক। ’
অন্য দুই সদস্য হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান বলেন, ‘চলো বাংলাদেশ। ’ ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে আমি খুবই রোমাঞ্চিত।’
শরিফুল ইসলাম বলেন, ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলবো বলে খুবই রোমাঞ্চিত।’ নাসুম আহমেদ বলেন, ‘বিশ্বকাপের জন্য গর্জন করা যাক। ’ অলরাউন্ডার শেখ মাহেদী জানান তার তৈরি থাকার কথা, ‘বিশ্বকাপে গর্জন করতে আমি তৈরি। ’
এশিয়া কাপ দিয়ে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। এবার বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রথমবার দেশকে ওয়ানডে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে খুবই রেমাঞ্চিত।
পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘আমি দেশকে প্রথমবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবো। ’
ভিডিওতে সবার শেষে দেখা যায় মাহমুদউল্লাহ রিয়াদকে। জার্সি হাতে পেয়ে এক লাইনে এই অলরাউন্ডার বলেন, ‘এই বিশ্বকাপ ইন শা আল্লাহ বিশেষ কিছু হবে।’
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :