মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মানকাডিং আউট করেছেন হাসান মাহমুদ। দলীয় ৪৫.৪ ওভারে কিউই ব্যাটার ইশ সোধিকে মানকাড আউট করেছিলেন তিনি। তবে আউট হয়ে প্যালিভিয়নের পথে ফিরে যাচ্ছিলেন ইশ সোধি। তাকে ফিরিয়ে এনে আবারো খেলার সুযোগ দেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
ক্রিকেটের বিতর্কিত ও অদ্ভুত ধরনের ডিসমিসাল হচ্ছে ‘মানকাডিং’। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর কাছে যেটির গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। আন্তর্জাতিক ক্রিকেটেও খুব কমই দেখা মেলে ‘অখেলোয়াড়সুলভ’ কিংবা ‘ক্রিকেটীয় চেতনাবিরোধী’ এই আউটের। ভারতীয় বাঁহাতি স্পিনার ভিনু মানকড় সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এই আউটের প্রচলন করেন। তার নামের শেষাংশ ‘মানকড়’ থেকেই এই ‘মানকাডিং’ নামকরণের উৎপত্তি।
নিউজিল্যান্ড ইনিংসের ৪৬তম ওভারের খেলা চলছিল। বোলিং আক্রমণে থাকা হাসান মাহমুদের চতুর্থ ডেলিভারি মোকবিলার জন্য ব্যাটিং স্ট্রাইকে প্রস্তুত ছিলেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। হাসান বল ছাড়ার আগেই নন-স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে যান সোধি। সুযোগ পেয়েই টাইগার পেসার তাকে মানকাড আউট করে দেন। এরপর রিভিউ দেন মাঠে থাকা আম্পায়ার, জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সোধি আউট।
এরপরই ঘটে নাটকীয় ঘটনা। সোধি দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন। এর আগে এমন আউটের জন্য তিনি ব্যাটে তালিও দিয়েছেন, নিশ্চিতভাবেই এমনভাবে ফিরতে চাননি সোধি। তবে মাঠ ছাড়ার আগেই তাকে ডেকে এনেছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক আউটের আবেদন তুলে নিয়েছেন।
এরপর ক্রিজে ফিরেই হাসানের সঙ্গে হাত মিলিয়ে জড়িয়ে ধরেন সোধি। বেশ আবেগঘন মুহুর্ত তৈরী হয় মাঠে। স্টেডিয়ামে থাকা দর্শকরাও হাত তালিতে ক্রিকেটারদের অভিনন্দন জানান।
পরবর্তীতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজেও এ নিয়ে প্রশংসামূলক পোস্ট দেখা গেছে। হাসান-সোধির জড়িয়ে ধরা ছবি পোস্ট করে ক্যাপশনে একটি ‘লাভ’ ইমোজি ব্যবহার করেছে তারা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :