আসন্ন বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখার পক্ষে আকরাম খান। বৈশ্বিক আসরের সূচি নিয়ে শেষ মুহূর্তের ধোঁয়াশায় আইসিসির সমালোচনায় বিসিবি`র ফ্যাসিলিটিজ কমিটি চেয়ারম্যান। ভাতিজা তামিম ইকবালের ইস্যুতে কিছুই জানেন না চাচা আকরাম।
চারদিকে বিশ্বকাপের দামামা। দল থেকে পরিকল্পনা আলোচনায় সব বিষয়। মাহমুদউল্লাহ প্রাথমিক দলে থাকবেন কি না সেটা যেমন বড় প্রশ্ন। তেমনি কোচের পছন্দের তালিকায় সৌম্য সরকারের থাকাটাও ওপেন সিক্রেট। তবে অভিজ্ঞ রিয়াদে আস্থা রাখছেন সাবেক অধিনায়ক আকরাম খান।
বিসিবির পরিচালক আকরাম খান বলেন, রিয়াদের প্লাস পয়েন্টই বেশি। সে কিন্তু বেশ অভিজ্ঞ ক্রিকেটার। বড় দুই আসরে মানসিকভাবে ফিট থাকা বেশি জরুরি। বড় টুর্নামেন্টে রিয়াদকে বিবেচনা করা উচিত।
দলের মত বিশ্বকাপ সূচি নিয়েও এখনো দোলাচলে বাংলাদেশ। ঘোষণা করেও যা পরিবর্তনের অপেক্ষায় আইসিসি। তাতেও জড়িয়ে টাইগারদের নাম। শেষ মুহূর্তে এমন পরিবর্তন কাঙ্খিত নয় আকরামের দৃষ্টিতে।
একমাসেরও বেশি সময় দেশের বাইরে থাকায় ভাতিজা তামিম ইকবালের অবসর ইস্যু আর বর্তমান অবস্থা নিয়ে কিছুই জানেননা আকরাম খান। নাকি জানলেও জানাতে চান না?
তামিম ইস্যুতে আকরাম খান বলেন, সংবাদ পত্রে দেখেছি। দলের মধ্যে সমস্যা থাকেই, সেটা নিজেরা আলোচনা করে সংশোধন করে নেওয়া উত্তম।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

